
আল্ট্রাসনোগ্রাম বিষয়ে প্রশিক্ষণ শেষে সনোলোজিস্ট হিসেবে সার্টিফিকেট অর্জন করলেন ১৬০ জন চিকিৎসক। সম্প্রতি (৯ মার্চ) ধানমন্ডি ক্লাবে ইউরাইব থেকে কোর্স সম্পন্নকারী এসব চিকিৎসকের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
‘সায়েন্টিফিক সেমিনার অন ডপলার প্রেগন্যান্সি এন্ড সার্টিফিকেট এওয়ার্ডিং প্রোগ্রাম’ এর আয়োজন করে আল্ট্রাসাউন্ড একাডেমি এন্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সাবেক চেয়ারমান অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ বলেন, একজন সনোলজিস্ট প্রাথমিকভাবে ছবি ও সনোগ্রাফের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করেন, যা বিশেষজ্ঞ চিকিৎসককে রোগটি যথাযথভাবে নির্ণয় করে চিকিৎসায় সহায়তা করে। এজন্য এই সেক্টরে দক্ষ জনবল তৈরি করার জরুরি।
আন্তর্জাতিকমানের কোর্স কারিকুলাম অনুসরণ ও সঠিক প্রোটোকল মেনে আল্ট্রাসনোগ্রাম শেখানোর ওপর ইউরাইব আরও গুরুত্ব দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তরা।
উল্লেখ্য, আল্ট্রাসনোগ্রামের বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোর্সসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ.আর.ডি.এম.এস. লাইসেন্স এক্সাম প্রিপারেশন এর কোর্সও ইউরাইব অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পরিচালনা করে আসছে।