📢 Notice: Admission is ongoing for ARDMS 11th Batch: SPI New batch on 17th June, Gynae & Obs on 27th June  💠 ADMS & DMU new batch will start from 27th June  💠 CMU new batch will start from 20th June  💠

We Are The Leading Experts In Ultrasound Training & ARDMS Exam Preparation.

আল্ট্রাসাউন্ড একাডেমি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (ইউরাইব) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘সায়েন্টিফিক সেমিনার অন ইউজ অব আল্ট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সি অ্যান্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম’। শুক্রবার (১৬ মে) ইউরাইবের শ্যামলী ক্যাম্পাসে আয়োজিত এই চতুর্থ সেমিনারে অংশগ্রহণ করেন চিকিৎসক, প্রশিক্ষক ও সনোলজিস্টরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাক পিআরপি মেডিকেল সেন্টারের সহকারী সার্জন এবং মগবাজারের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার ডা. ওয়ারদে জান্নাত রোজি। তিনি বলেন, ‘আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাসাউন্ড একটি বিপ্লব সাধন করেছে। ইউরাইব সঠিক স্ক্যানিং ও নির্ভুল রিপোর্টিংয়ের ক্ষেত্রে যেভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করছে, তা প্রশংসনীয়।’

সেমিনারে আলোচনায় অংশ নিয়ে ইউরাইবের কনসালটেন্ট সনোলজিস্ট অ্যান্ড কোর্স কো-অর্ডিনেটর ডা. রুবিনা সুলতানা বলেন, ‘ইউরাইব ইন্টারন্যাশনাল প্রটোকল অনুসরণ করে রিয়েল পেশেন্টের ওপর হ্যান্ডস-অন প্রশিক্ষণ দেয়, যা শিক্ষার্থীদের বাস্তবিক দক্ষতা অর্জনে সহায়তা করে।’

তিনি নবীন সনোলজিস্টদের নিয়মিত প্র্যাকটিস, কোর্স পরবর্তী প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে প্রটোকল মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।

সেমিনারে বক্তারা ইউরাইবের আন্তর্জাতিকমানের এআরডিএমএস লাইসেন্স এক্সাম প্রিপারেশন কোর্স পরিচালনার দক্ষতা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ধারাবাহিকতা ধরে রাখায় প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

ইউরাইবের ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (ডিএমইউ), অ্যাডভান্সড ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (এডিএমএস) এবং সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ডসহ (সিএমইউ) বিভিন্ন মেয়াদি ও বিষয়ের কোর্সগুলোর প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে তথ্য তুলে ধরা হয়। অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার, গাইনী অ্যান্ড অবস, মাস্কুলোস্কেলিটাল, থাইরয়েড ও ব্রেস্ট আল্ট্রাসাউন্ড কোর্সও প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে।

২০২০ সাল থেকে ইউরাইবের প্রশিক্ষণ গ্রহণকারী প্রায় এক হাজার ১০০ চিকিৎসক দেশে ও বিদেশে আল্ট্রাসাউন্ড সেবাখাতে সফলতার সঙ্গে কাজ করে চলেছেন বলে জানানো হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *